☆ অধ্যক্ষের বাণী☆ 

দাউদপুর রঘুনন্দনপুর আলিম মাদ্রাসাটি দিনাজপুর জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলাধীন ৭নং দাউদপুর ইউ,পিতে অবস্থিত । অত্র মাদ্রাসাটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে । এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা বিভিন্ন পর্যায়ে পড়াশুনা করার পর বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজে নিয়োজিত হচ্ছে । ।